ভারত-বাংলাদেশ সীমান্তে ৪১ কেজি স্বর্ণ জব্দ করল বিএসএফ

বাংলাদেশের সীমান্তে ইছামতি নদী থেকে ৫টি ব্যাগে প্রায় সাড়ে ৪১ কেজি স্বর্ণ জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফের জব্দ করা স্বর্ণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তে ইছামতি নদী থেকে ৫টি ব্যাগে প্রায় সাড়ে ৪১ কেজি স্বর্ণ জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গুনারমাঠ গ্রাম সংলগ্ন সীমান্ত দিয়ে চোরাকারবার হচ্ছে এমন তথ্য পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ সেখানে অবস্থান নেয়।

সে সময় প্রায় ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দল নৌকায় ইছামতি নদী পাড়ি দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বলে জানায় বিএসএফ।

বিবৃতিতে বলা হয়, বিএসএফের অবস্থান বুঝতে পেরে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয় এবং ব্যাগ ফেলে বাংলাদেশে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে বিএসএফ একটি কাঠের নৌকা থেকে ৫টি ব্যাগে ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি স্বর্ণমুদ্রা জব্দ করে।

এছাড়া সেখান থেকে ৪টি মোবাইল ফোন, প্যাকিং সামগ্রী ও বাংলাদেশি সংবাদপত্র জব্দ করা হয়েছে।

বিএসএফ জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে এর আগে এত পরিমাণ স্বর্ণ এর আগে আটক করা হয়নি।

Comments