সংস্কার হলো ঐতিহাসিক লালবাগ কেল্লার হাম্মামখানা
ঢাকার মার্কিন দূতাবাসের অর্থায়নে মুঘল আমলে নির্মিত লালবাগ কেল্লার ঐতিহাসিক হাম্মামখানার সংস্কার-সংরক্ষণ কাজ শেষ হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের 'অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশন (এএফসিপি)' প্রোগ্রাম ২০২১ সালে ২৪ মার্চ মুঘল হাম্মাম খানার জন্য প্রায় ২ কোটি টাকা (১ লাখ ৮৫ হাজার ৯৩৩ মার্কিন ডলার) বরাদ্দ করেছিল।
বুধবার রাজধানীর লালবাগ কেল্লা মিলনায়তনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবুল মনসুর।
সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে।
Comments