ইনস্টাগ্রামিংয়ের জন্য দেশের সেরা কয়েকটি স্থান

আয়তনে ছোট হলেও বিশ্বের অন্যতম জনবহুল বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। এ দেশে বেশ কিছু স্থান রয়েছে যার প্রাকৃতিক যৌন্দর্য অপরিসীম। ভ্রমণকারীরা যেখানে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের জন্য তুলতে পারেন অসাধারণ সব ছবি।

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপের শান্ত ঢেউ অথবা ব্রাহ্মণবাড়িয়ার লাল শাপলার মধ্যে খুঁজে পেতে পারেন দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। 

আজ আমরা বেছে নিয়েছি বাংলাদেশের এমন কিছু জায়গা, যেখানে তুলতে পারবেন ইনস্টাগ্রামে আপলোড করার মতো চমৎকার সব ছবি। চলুন দেখে নেওয়া যাক স্থানগুলো।

ছবি: কে তানজীল জামান

কাপ্তাই লেক

ষাটের দশকে কৃত্রিমভাবে তৈরি করা হয় দেশের বৃহত্তম লেক 'কাপ্তাই'। আপনি সড়কপথে কাপ্তাই লেক ভ্রমণে যেতে পারবেন। এ ছাড়া রাঙামাটির রিজার্ভ বাজার থেকে একটি নৌকা বা স্পিডবোট ভাড়া করে এর নির্মল সৌন্দর্য উপভোগ করতে পারেন। কাপ্তাই লেকের সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো নৌকায় শুভলং জলপ্রপাতে ৯০ মিনিটের মনোরম ভ্রমণ।

ছবি: আনস্প্ল্যাস

শ্রীমঙ্গল

বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। সেখানে যতদূর চোখ যায় শুধু অসংখ্য ছোট পাহাড়। যেগুলো রয়েছে সবুজ গালিচার মতো চা বাগানে আবৃত। এ ছাড়া আপনার ভ্রমণকে আরও পরিপূর্ণ করতে রয়েছে সেখানকার মনোমুগ্ধকর শহর। সঙ্গে রয়েছে আশেপাশের সবুজ গ্রামাঞ্চলগুলোর স্থানীয় রান্না, যা আপনার ভ্রমণে এনে দেবে আরও বৈচিত্র্য।

ছবি: আনস্প্ল্যাস

ষাট গম্বুজ মসজিদ

বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদকে বলা হয়, 'ভারতীয় উপমহাদেশের সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভ।' মসজিদটি ১৫ শতকে বেঙ্গল সালতানাতের সময় খান জাহান আলী নির্মাণ করেন। মসজিদটি একটি অত্যাশ্চর্য নিদর্শন।

ছবি: কে তানজীল জামান

ইনানী সৈকত

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অংশ ইনানী সমুদ্র সৈকত। এটি একটি বিস্ময়কর স্থান। অন্যান্য সৈকতের তুলনায় এর পরিচ্ছন্নতা এবং নির্জনতা অসাধারণ। এখানে একজনের নিজের ভাবনায় হারিয়ে যাওয়ার জন্য একটি উপযুক্ত স্থান। সৈকতটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এর কিছু অংশে তুলনামূলকভাবে কম পর্যটক পৌঁছেছে। 

ছবি: স্টার লাইফস্টাইল

সুন্দরবন

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে রয়েছে সুন্দরবন বা সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (এসআরএফ)। এটি শুধু বেঙ্গল টাইগারসহ অনেক বিরল এবং বিশ্বব্যাপী বিপন্ন বন্যপ্রাণীরই আবাসস্থল নয়। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনও।

ছবি: আনস্প্ল্যাস

লালবাগ কেল্লা

পুরান ঢাকার লালবাগ কেল্লা ১৭ শতকের একটি অসম্পূর্ণ মুঘল দুর্গ। মুঘল যুগের চেতনা এবং একটি চমৎকার বাঙালি শৈলীর মসজিদের পাশাপাশি এখানে রয়েছে কিছু সমাধি। কেউ এখান থেকে তার ইনস্টাগ্রামের জন্য পেতে পারেন চমৎকার দৃশ্য। 

ছবি: কে তানজীল জামান

সেন্ট মার্টিন দ্বীপ

সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের চমৎকার সুন্দর একটি দ্বীপ। এখানে রয়েছে সৈকতের কিছু চিরচেনা দৃশ্য। যেমন নারকেল গাছে ঘেরা সৈকত, স্বচ্ছ জল এবং প্রচুর সামুদ্রিক জীব। আর আপনি যদি ভাগ্যবান হন তাহলে, গভীর রাতে সৈকতে দেখা পেয়ে যেতে পারেন জ্বলন্ত প্ল্যাঙ্কটনের।

এ ছাড়া আপনি যদি বেশ কয়েকবার কক্সবাজারে ভ্রমণ করে থাকেন তাহলে এই শান্তিপূর্ণ জায়গাটি হতে পারে আপনার পছন্দের জায়গা। যেখানে প্রকৃতির নির্মল সৌন্দর্যের মধ্যে দূর হয়ে যাবে সব ক্লান্তি।

 

অনুবাদ করেছেন, আহমেদ বিন কাদের অনি

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank reduces repo auctions

BB’s leniency to blame for ailing banking sector

Banking rules and regulations stipulate a single borrower exposure limit but the banking regulator itself disregarded the rule routinely in the last 16 years.

11h ago