বাংলা বর্ণমালা থেকে ৭ বর্ণ বাদ দেওয়ার স্ক্রিনশটটি গুজব: সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাত দিয়ে ভুয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

আগামী বছর বাংলা বর্ণমালা থেকে ৭টি বর্ণ বাদ দেওয়া হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।

তবে বিষয়টি 'গুজব' বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে সেলিনা হোসেনের বরাত দিয়ে দাবি করা হয় যে, 'আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে।'

এ বিষয়ে জানতে চাইলে সেলিনা হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে।'

Comments

The Daily Star  | English

Police disperse protesters with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

2h ago