নতুন ২ সিনেমায় মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ। স্টার ফাইল ফটো

নতুন দুটি সিনেমাতে অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী হামিদ। একটি সিনেমার নাম নয়া মানুষ, অপরটির নাম যাপিত জীবন। সম্প্রতি নোয়াখালীর চরাঞ্চলে নয়া মানুষের শুটিং করেছেন। যাপিত জীবন সিনেমার শুটিং চলছে রাজবাড়িতে।

নতুন ২ সিনেমা ও বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মৌসুমী হামিদ।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাতে অভিনয় করছেন?

হ্যাঁ। এটি সরকারি অনুদানের সিনেমা। যাপিত জীবন একটি বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাস নিয়ে সিনেমা হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব সিনেমাটি পরিচালনা করছেন। রাজবাড়িতে শুটিং করছি। রওনক হাসান আছেন আমার সঙ্গে। আমার চরিত্রের নাম সুমনা। সুমনা চরিত্রটি দারুণ। এমন একটি সিনেমায় অভিনয় করে তৃপ্তি পাচ্ছি।

নয়া মানুষ নামের আরেকটি নতুন সিনেমার শুটিং করছেন?

নয়া মানুষ সিনেমার শুটিং কিছুটা বাকি আছে। আবার ডিসেম্বরে হওয়ার কথা আছে। ওটা চরাঞ্চলের গল্প। আমার চরিত্রের নাম সুজলা। নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে ওঠা এবং সেখানে ভাসতে ভাসতে চলে যায় কিছু মানুষ। তেমনই মানুষের জীবনের গল্প। এই সিনেমায় নতুন আমাকে দেখতে পাবেন দর্শকরা।

চরে শুটিংয়ে মনে রাখার মতো কোনো ঘটনা ঘটেছে?

অনেক ঘটনা ঘটেছে, যা দীর্ঘ দিন মনে থাকবে। চরের মানুষের ভালোবাসার কথা কখনো ভুলতে পারব না। প্রতিদিন চরের কিছু মানুষ আমার জন্য খাবার নিয়ে আসত। আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যা সবসময় মনে থাকবে। ওখানকার মানুষেরা অনেক বড় হৃদয়ের। শুটিং দেখতে প্রচুর মানুষ এসেছিলেন। চলে আসার পর তাদের কথা খুব মনে পড়ছে।

আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন কেন?

ম্যারাডোনা ও মেসির জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। মেসির ব্যক্তিত্ব এবং মেসি মানবিক মানুষ- সেজন্য দলটি সাপোর্ট করি। মেসির জন্য ভালোবাসা। ছোটবেলা থেকে পরিবারের সবার মুখে ম্যারাডোনার নাম শুনেছি। এভাবেই দলটির প্রতি ভালোবাসা জন্মেছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago