গুলিস্তানে বিস্ফোরণ নাশকতা না দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরের ভেদেরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকার সিদ্দিকবাজারসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিদ্দিকবাজারের ঘটনা নাশকতা না দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এটা যে নাশকতা এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি। এমন বিশেষ কোনো আলামত এখনো উদ্ধার করা যায়নি।

আজ বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ভেদেরগঞ্জ থানার ৩ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সিদ্দিকবাজারে এক্সক্লুসিভ কিছু ব্লাস্ট হয়েছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। বিভিন্ন বাহিনীর চৌকস দল ঘটনাগুলো তদন্তে কাজ করছে। তারা প্রাথমিক ধারণা দিয়েছে, জমে থাকা গ্যাস থেকে এমন বিস্ফোরণ ঘটতে পারে। আমরা সেটার ওপর জোর দিয়ে বলছি না বিস্ফোরণের কারণটা কী।'

'এক্সক্লুসিভ কিছু ব্লাস্ট হয়েছে কি না তা তদন্ত করে পুরো ঘটনাটি সামনে আনা হবে। আমরা তা শিগগির জানিয়ে দেব', যোগ করেন তিনি।   

আসাদুজ্জামান খান আরও বলেন, 'নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলায় কাজ করছে। তারা আধুনিক ও স্মার্ট পুলিশ হিসেবে দক্ষতার নজির রাখছে।'

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ডামুড্যা ও গোসাইরহাট থানার ৪ তলা ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

22m ago