‘সমন্বয়করা নিজেরাই বলছিলেন ঝুঁকিতে আছেন, তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল | ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশ তাদের ঝুঁকিমুক্ত মনে করলে ছেড়ে দেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তাদের ছেড়ে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেখুন, তারা নিজেরাই বলছিলেন তারা ঝুঁকিতে আছেন। তাদের একজন বাবাকে বলেছিলেন, ''আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছি।'' তারা নিজেরাই বলছিলেন তারা ঝুঁকিতে রয়েছেন। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।'

তিনি বলেন, 'তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তাদের প্ররোচনা দিয়েছে, পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিলো, এগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা এখনো তাদের গ্রেপ্তার করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা চিন্তা করছি তারা ঝুঁকিমুক্ত হলেই, ছেড়ে দিতে পারব কি না, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।'

গত শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

Comments

The Daily Star  | English

BB suspends Binimoy over irregularities

During the previous AL govt, it was developed by the IDEA under the ICT Division at a cost of Tk 65 crore.

9h ago