গুলিস্তানে বিস্ফোরণ

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারছি না: ফায়ার সার্ভিসের ডিজি

গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আজ মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মাইন উদ্দিন বলেন, 'বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। যেহেতু ঘটনাস্থল আমাদের হেড কোয়ার্টারের পাশে তাই ৭ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে চলে আসি। ভবনের বেজমেন্ট ও গ্রাউন্ড অনেকটাই ধসে গেছে। ভবনের কলামগুলো অনেক ক্ষতিগ্রস্ত তাই আমরা ভেতরে যেতে পারছি না।'

'আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সেনাবাহিনীর এক্সপার্টের পরামর্শ নিয়েছি। এই অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। যেহেতু ঝুঁকিপূর্ণ, সেহেতু এ মুহূর্তে আমরা ঢুকতে পারছি না। সেনাবাহিনী থেকে সাপোর্ট নিচ্ছি, ভবনটিকে রিএনফোর্স করে; যেটা আমরা সরিং বলি নিজেদের ভাষায়। সরিং করে, এটাকে স্টেবল করে উদ্ধার অভিযান করব,' বলেন মাইন উদ্দিন।

তিনি আরও বলেন, 'আশেপাশে ও উপরে আমরা অভিযান পরিচালনা করছি। নিচেও অভিযানের জন্য সেনা পুলিশ এসেছে। ইকুইপমেন্ট এসেছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ভবন মালিক সমিতির সঙ্গে কথা বলে জেনেছি, ভবনের নিচে কোনো গ্যাসের লাইন ছিল না। তবে, নিচে পানির লাইন ছিল, পানি রিজার্ভার ছিল।'

Comments