পুলিশি বাধায় ঢেকে দেওয়া হলো ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’ ব্যানার
পুলিশি বাধার মুখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী ব্যানার ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড়ে। ব্যানারে লেখা ছিল 'একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন'।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
কালো কাপড়ে ঢাকা ব্যানার নিয়েই শহীদ মিনারে রাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা চলে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরই নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল "একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন"।'
তিনি বলেন, 'ত্বকীর মতো মেধাবী ছাত্রের হত্যা হয় এখানে। হত্যার বিচার বছরের পর বছর আটকে থাকে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এটা এক ধরনের দুঃশাসন। এ প্রেক্ষাপটে আমাদের শ্লোগান ঠিক করা হয়। কিন্তু পুলিশ তাতে বাধা হয়ে দাঁড়ায়।'
'দুপুরে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ এসে ব্যানারটি খুলে ফেলার নির্দেশ দেয়। ওসি জানান যে আমাদের শ্লোগান নিয়ে "উপর মহলের" আপত্তি আছে। আমরা ব্যানার না সরিয়ে আমাদের প্রতিবাদের অংশ হিসেবে ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে সাংস্কৃতিক কার্যক্রম শেষ করি,' বলেন শাহীন মাহমুদ।
'মত প্রকাশ না করতে পারা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কালো কাপড়,' যোগ করেন তিনি।
জোটের সভাপতি ভবানী শংকর রায় ডেইলি স্টারকে বলেন, 'একুশ আমাদের সাহস জোগায়। একুশের সাহসে একাত্তরে স্বাধীন হয়েছে এদেশ। একুশ থেকে একাত্তর পর্যন্ত প্রতিবাদী অনেক গান, কবিতা রচিত হয়েছে। এখন সেসব গান-কবিতা আবৃত্তি করলে তো সমস্যা হবে। কোনকিছুই করা যাবে না।'
পুলিশি বাধার নিন্দা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি ডেইলি স্টারকে বলেন, 'একুশের চেতনাই হচ্ছে যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস। একুশ আমাদের সে সাহস জোগায়। বাংলাদেশে যে সুশাসন চলছে না, সেটা সারাদেশ ও বিশ্ববাসী জানে। সেই দুঃশাসনের বিরুদ্ধে উচ্চারণই ছিল ব্যানারে। পুলিশ তাতে বাধা দিয়ে যে কাণ্ড ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
তবে এ বিষয়ে জানতে সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লাকে ফোন করা হলে তিনি 'অনুষ্ঠানে আছেন' জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে রাতে আবার ফোন দেওয়া হলে ওসি আনিচুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'অনুষ্ঠানের ব্যানারে "একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন" লিখে একটি মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন তথ্য পেয়ে, আমরা তাদের ব্যানারটি খুলে ফেলতে বলেছি।'
'পরে আয়োজকরা ব্যানারে কালো কাপড় লাগিয়ে দেন৷ মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে খেয়াল রেখেই পুলিশ এমন পদক্ষেপ নিয়েছে,' বলেন তিনি।
Comments