মানিকগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশি বাধার অভিযোগ

বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় শহীদ রফিক সড়ক এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল। আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে আমরা সমাবেশ করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। পরে আমরা জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে সংক্ষিপ্তভাবে কর্মসূচি শেষ করেছি।'

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রউফ সরকার ডেইলি স্টারকে বলেন, 'মানিকগঞ্জের একজন প্যানেল মেয়র আটক থাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা চত্বরে ভিড় করেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে। এসবের মধ্যে বিএনপি কর্মসূচি করতে গেলে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সে কারণে আমরা সতর্ক অবস্থানে আছি। কিন্তু আমরা তাদের বাধা দেইনি।'

বিএনপির এই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদসহ অন্যান্য নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago