শাহজাদপুর শহীদ মিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ

শাহজাদপুর শহীদ মিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পুষ্পস্তবক অর্পণ
একুশের প্রথম প্রহরে শাহজাদপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম একুশের প্রথম প্রহরে শাহজাদপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, আজ মহান শহীদ দিবস এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে তাদের অধীন করে রাখার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে প্রথমেই তারা বাঙালিদের ভুলিয়ে দিতে চায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাদের উদ্দেশ্য ছিল মাতৃভাষা কেড়ে নিয়ে বাঙালির জাতিসত্তাকে পঙ্গু করে দেয়া। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে বাঙালি। শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন।

একুশ উদযাপনের অংশ হিসেবে রবীন্দ্র কাছাড়ি বাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago