খাজা ইউনুস আলি মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

ভারতীয় মেডিকেল শিক্ষার্থী
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে খুশবু মঞ্জুরের শোকার্ত সহপাঠীরা। ৭ সেপ্টেম্বর ২০২২। ছবি: সংগৃহীত

ভারতের কাশ্মীর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলি মেডিকেল কলেজে পড়তে আসা শিক্ষার্থী মারা গেছেন।

শিক্ষা সফরে গিয়ে ৪ তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড তা তদন্ত করছে পুলিশ।

খুশবু মঞ্জুর (১৯) কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে ও খাজা ইউনুস আলি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত মঙ্গলবার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরী শিক্ষার্থী খুশবু ২ দিনের শিক্ষা সফরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। দুপুরে খাবার শেষে খুশবু ভবনের ৪ তলার ছাদে উঠেন।'

'এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তার মৃত্যু হয়।'

ওই শিক্ষার্থীর ময়নাতদন্ত শেষে মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ সূত্র ডেইলি স্টারকে জানায়, কলেজের শিক্ষার্থীরা ফিল্ড ভিজিটে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীর মরদেহ ভারতে ফেরত পাঠাতে হাইকমিশনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English