সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-২ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ এক বার্তায় জানিয়েছে র্যাব-২।
মনির বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে।
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কিশোরঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে হোসেনপুর পৌর এলাকার নিউমার্কেটের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি হোসেনপুর পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা রয়েছে। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর আইনজীবী মো. সুজন বাদী হয়ে সদর মডেল থানায় আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মামলা করেন। তাকে আজ সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Comments