তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।
ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের হাতায় শহর। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।

আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে জানানো হয়, বৃহস্পতিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়াও, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

Comments