তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ৩৩ হাজার ছাড়াল

তুরস্কের আদিয়ামানে ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গেলেও পরিবারের ৪ সদস্যকে হারিয়েছেন সেহো উইয়ান। ছবি: রয়টার্স
তুরস্কের আদিয়ামানে ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গেলেও পরিবারের ৪ সদস্যকে হারিয়েছেন সেহো উইয়ান। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ছাড়িয়েছে।

কর্মকর্তারা ও চিকিত্সকদের বরাতে এএফপি জানায়, তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন।

২ দেশ মিলিয়ে এ নিয়ে মোট ৩৩ হাজার ১৭৯ জন মানুষ মারা গেছেন।

গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু সংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘ।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

5h ago