তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ছাড়িয়েছে ১৫ হাজার

তুরস্কে মধ্য ইস্কেন্দেরুনে ভূমিকম্পের পর আগুন। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

আনুষ্ঠানিক সূত্রের বরাতে আজ বৃহস্পতিবার সকালে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তুরস্কে নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১ এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংখ্যা দ্রুত বাড়তে থাকবে। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল স্বীকার করেছেন যে এই বিধ্বংসী ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালাতে তার সরকারের প্রাথমিক প্রতিক্রিয়ায় সমস্যা ছিল।

দুর্যোগ অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি জানান, উদ্ধার কাজ এখন স্বাভাবিক গতিতে চলছে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছে যে কেউই গৃহহীন থাকবে না।

দক্ষিণ তুরস্কের একটি অংশ জুড়ে প্রচণ্ড ঠাণ্ডায় আশ্রয়হীন ও ক্ষুধার্থ মানুষ বেঁচে থাকার লড়াই করছেন। নিজেদের আবাসস্থলগুলোর ধ্বংসস্তূপের দামনে দাঁড়িয়ে তারা অপক্ষোয় আছেন যে সেগুলো সড়ালে হয়তো তাদের কোনো স্বজনকে জীবিত অবস্থায় পাওয়া যেতে পারে, কিংবা তাদের মরদেহটা অন্তত পাওয়া যাবে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপগুলো থেকে এখনো কিছু মানুষকে জীবিত উদ্ধার করতে পারছেন।

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ধারনা করা হচ্ছে। কারণ ভূমিকম্পের সময় শহরের হাজারো ভবন ঘুমিয়ে থাকা মানুষের সমাধিতে পরিণত হয়েছে।

তীব্র শীতের কারণে উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে উঠেছে। গৃহহীনদের দুর্দশা বেড়েছে। এ ছাড়া, কিছু এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি নেই। ফলে, উদ্ধারকারীরাও হিমশিম খাচ্ছেন।

এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার ৮০০ জন নিহত হয়েছিল।

 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago