নরসিংদীতে শিয়ালের আক্রমণে আহত ১৮

শিয়াল
নরসিংদীর শিয়ালের কোনো ছবি এখনো তোলা যায়নি। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শিয়ালের আক্রমণে শিশু, বৃদ্ধ ও নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। শিবপুর উপজেলার অন্তত ৩টি গ্রামে এ ঘটনা ঘটছে বলে জানা গেছে।

আহত ১৩ জনের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সৈয়দেরগাও, আব্দুলখানা ও ধানুয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ফারহানা আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুলখানা গ্রামে বাসিন্দা লিটন বর্মন ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত আনুমানিক ৮টার পর একটি শিয়াল আমাদের মহল্লার যাকে যেখানে পেয়েছে কামড়ে আহত করেছে।'

উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ বলেন, 'গতকাল রাতে আমার ছোট ভাইসহ আরও ৪-৫ জনকে শিয়াল কামড়ে আহত করেছে। বর্তমানে এলাকায় শিয়ালের ভয়ে আতঙ্ক বিরাজ করছে।'

শিয়ালের আক্রমণে আহত খোকন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে বাড়ির উঠানে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ একটি শিয়াল আমাকে কামড় দিয়ে আহত করে পালিয়ে গেছে। জেলা হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ওষুধ খাওয়ার পর এখন কিছুটা সুস্থতা বোধ করছি।'

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ফারহানা আহমেদ বলেন, 'শিয়ালের কামড়ে আহত হয়ে আমাদের এখানে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে, ভ্যাকসিন না থাকায় তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।'

জানতে চাইলে শিবপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর বাদল সরকার ডেইলি স্টারকে বলেন, 'শিয়ালের আক্রমণের কথা শুনেছি। তবে, আমাদের কাছে কেউ আসেননি, তারা হাসপাতালে গেছেন। এর আগে কুকুর কামড়ানোর ঘটনায় আমরা ভ্যাকসিন দিয়েছিলাম। খোঁজখবর নিচ্ছি। দরকার হলে প্রয়োজনীয় সহায়তা করা হবে।'

 

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago