নরসিংদীতে বাসচাপায় ৩ বন্ধু নিহত

বাসচাপায় নিহত হয়েছেন তিন বন্ধু। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন—শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), মো. বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সরঞ্জাম কিনতে গতকাল বিকেলে নরসিংদী শহরে গিয়েছিল। রাতে ফেরার পথে বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসাইন বলেন, তিনজনের মরদেহ থানায় রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Thailand and Cambodia agree to 'unconditional' ceasefire

Thailand and Cambodia will enter into an unconditional ceasefire starting at midnight on Monday

Now