পাবনায় মাসব্যাপী বইমেলা
একুশে বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও পাবনার স্বাধীনতা চত্বরে মাসব্যাপী বইমেলা শুরু হয়েছে।
গতকাল শনিবার মেলার উদ্বোধন করেন শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বইয়ের মাধ্যমে একটি জ্ঞানগর্ভ জাতির উন্মেষ ঘটে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
একুশে বইমেলা উদযাপন পরিষদ ২০০৭ সাল থেকে পাবনায় মাসব্যাপী বইমেলার আয়োজন করে আসছে।
পরিষদের সভাপতি জাকির হোসেন জানান, নিয়মিত বইমেলার আয়োজন হওয়ায় গত কয়েক বছরে পাবনায় অনেক পাঠক তৈরি হয়েছে। স্থানীয় লেখকরাও তাদের বই পাঠকদের কাছে মেলার মাধ্যমে সহজে পৌঁছে দিতে পারছেন।
Comments