কে হচ্ছেন পরবর্তী আইজিপি?
পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জানুয়ারি।
পরবর্তী পুলিশ প্রধান হিসেবে কে আসছেন এটি এখন প্রধান আলোচনার বিষয় পুলিশের শীর্ষ স্তরে।
যিনি প্রায় ২ লাখ ২০ হাজার সদস্যের বাহিনীকে নেতৃত্ব দেবেন।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শীর্ষ পদে নতুন কোনো মুখ আসছে না।
তারা বলছেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্ব দিতে পুলিশ প্রধানের কমপক্ষে এক বছরের মেয়াদ বাড়ানো হবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
তারা জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেয়াদ বাড়ানোর প্রস্তাবসহ একটি ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
সংবাদপত্রের সঙ্গে আলাপকালে পুলিশ সদরপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তারা আশা করছেন যে বর্তমান পুলিশ প্রধানের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ানো হতে পারে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই কর্মকর্তা বলেন, সবকিছু এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর নির্ভর করছে।
আবদুল্লাহ আল মামুন নিয়োগ পেলে তা হবে একটি রেকর্ড। কারণ পুলিশ প্রধানের পদে মেয়াদ বৃদ্ধি ও চুক্তিভিত্তিক নিয়োগের কোনো উদাহরণ নেই।
অন্যদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন জনের নাম সামনে আসছে বলে সূত্র জানিয়েছে।
তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসান, সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজিপি রুহুল আমিন ও বিশেষ শাখার প্রধান, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।
তিন জনের মধ্যে পুলিশ প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কামরুল আহসান। রুহুল আমিন বিসিএস ১২ ব্যাচের এবং মনিরুল ইসলাম বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা।
Comments