যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত আশরাফ আলী ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর জনপথের মোড়ে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে ওই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে আসেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে কর্মরত। জনপদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন।'

এসআই মাসুদ আহত পুলিশ সদস্যের বরাত দিয়ে জানান, রাতে দায়িত্বপালনের সময় এক যুবক পেছন থেকে আশরাফ আলীর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশরাফ আলী তাকে দেখতে পারেননি। পরে সহকর্মীরা তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

23m ago