নৌ ধর্মঘট প্রত্যাহার

Sadarghat Launch Terminal
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল। স্টার ফাইল ফটো

সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

আজ সোমবার রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে নৌযান শ্রমিকরা এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণে একমাসের মধ্যে কমিটি গঠন ও মামলা প্রত্যাহারসহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করি, সরকার দ্রুত এসব সমস্যা সমাধান করবে। তাই ধর্মঘট প্রত্যাহার করে এ মুহূর্ত থেকে সব শ্রমিককে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।'

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। এতে ঢাকা নদীবন্দরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

6h ago