রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত

বান্দরবান
পার্বত্য জেলা বান্দরবান। ছবি: মং মারমা

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার সুইটি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। 

এরপর তৃতীয় দফায় ৩০ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞায় থানচি ও আলীকদম উপজেলা সংযুক্ত করা হয়। পরে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।

এরপর ৮ নভেম্বরের গণবিজ্ঞপ্তিতে আলীকদম বাদ দিয়ে ১২ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি ও থানচি এই ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখে জেলা প্রশাসন।

পরে ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি এই দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

6h ago