আরও ৪ কেএনএফ সদস্য আটকের পর কারাগারে

আটক ৪ জনকে আজ আদালতে হাজির করা হলে, আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির আটক আরও ৪ কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে।

তারা হলেন-রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদর ইউপির লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

আজ রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে, আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি মাসের শুরুতে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago