‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক, অযৌক্তিক ও অরাজনৈতিক’
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার তিনি নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তাদের (বিএনপি) দাবি অসাংবিধানিক, অযৌক্তিক ও অরাজনৈতিক। কারণ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং সংবিধানে এই ব্যবস্থার কোনো বিধান নেই।'
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় বিএনপির জনসভায় বলেছেন, যদি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে হয়, তাহলে আওয়ামী লীগ সংসদে ১০টি আসনও পাবে না।
তিনি বলেন, জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কিছুই মেনে নেবে না। কেন আপনারা (সরকার) এই দাবি মানতে চান না? কারণ আপনারা জানেন যে আপনারা অস্তিত্বহীন হয়ে যাবেন।
আজ আইনমন্ত্রী বলেছেন, সংবিধানে পরিবর্তন আনার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
Comments