রাতে অন্তত ১ জন যেন মণ্ডপ পাহারায় থাকেন: আইজিপি

মঙ্গলবার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ অনুরোধ জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

নবমীর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সারাদেশের পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

আজ মঙ্গলবার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, 'অনুরোধ করব- আজকে শেষ রাত, ১২টা পর্যন্ত মানুষ আছে। ১২টার পর থেকে সকাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। সবাই সতর্ক থাকবেন। অন্তত একজন লোক যেন এখানে (মণ্ডপে) থাকেন। মিডিয়ার মাধ্যমে সবাইকেই এ অনুরোধ করছি। দেশের সব মণ্ডপের কথাই আমি বলছি।'

তিনি আরও বলেন, 'রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অন্তত ১ জন পাহারাদার যেন মণ্ডপে থাকে। যদি কেউ দুষ্কর্ম করতে আসে তাকে যেন ধরে ফেলতে পারে। না ধরতে পারলে চিনে রাখবেন আমরা ধরে ফেলব।'

'সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন আমরা ধরে রাখব। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য আমরা সবাই সচেতন আছি,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সবাই মিলে আমরা কাজ করছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এরপরও দুষ্কৃতিকারীরা অপকর্মের চেষ্টা করে।'

Comments

The Daily Star  | English
PECE, similar tests should be scrapped

Primary education: PECE, similar tests should be scrapped

A government-appointed advisory committee yesterday recommended scrapping the Primary Education Completion Examination and similar tests.

12h ago