সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন, শহীদুল হকের ৭ দিন রিমান্ড মঞ্জুর

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।
আদালতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সাত দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন  ঢাকার একটি আদালত।

দুটি পৃথক হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে কর্মরত পুলিশের একজন উপ-পরিদর্শক জানিয়েছেন, ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান আজ বুধবার রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড দেন।

গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনকে আসামি করা হয়।

এ ছাড়া, গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান।

সাবেক এই দুই আইজিপিকে আজ ভোররাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।

সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

1h ago