কোনো ঝুঁকি নেই, শান্তিপূর্ণভাবে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা
রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। দুর্গাপূজা এবার ভালোভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

আজর রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, 'পূজাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে।'

'দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে,' বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, পূজার সময় কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক তথ্য পেতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, 'এবার সব পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, স্বেচ্ছাসেবকরা রাত ৩টার পর পূজামণ্ডপ থেকে চলে যায়। এবার কোনো স্বেচ্ছাসেবক মণ্ডপ ছেড়ে যাবে না, ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবে।'

তিনি আরও বলেন, 'স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে।'

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিমূলক সংবাদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'পাশের দেশ অনেক কিছুই বলছে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সত্যি ঘটনা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আমরা সত্যি ঘটনা সবাইকে জানাতে চাই।'

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সবসময় সত্যিটা প্রকাশ করুন। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে, সেটা আমরা ঠিক বা পূরণ করে নেবো। কোথাও যদি আমাদের ভুল থাকে সংশোধন করে নেবো।'

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময়ের হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, 'এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।'
 

Comments

The Daily Star  | English

Is the govt backing the wrongdoers?

BNP acting Chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of a scrap trader in front of Mitford hospital due to what he said its silent support for such incidents of mob violence.

8h ago