ফেসবুক থেকে: সিঙ্গাপুর তো অনেক আগেই হয়ে গেছি, কাজে না মুখে

‘কখনো সিঙ্গাপুর, কখনো ইউরোপ-আমেরিকা, আবার কখনো বেহেশত। বেহেশতের রাজধানীতে এখন পানির খুব কষ্ট।’ দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে শেয়ার করা নিউজে এই মন্তব্য করেছেন হুমায়ুন কবির।
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

'কখনো সিঙ্গাপুর, কখনো ইউরোপ-আমেরিকা, আবার কখনো বেহেশত। বেহেশতের রাজধানীতে এখন পানির খুব কষ্ট।' দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজে শেয়ার করা নিউজে এই মন্তব্য করেছেন হুমায়ুন কবির।

'ঢাকা হবে সিঙ্গাপুর: কারা সিঙ্গাপুরের মন্ত্রী-মেয়র' শিরোনামে গত রোববার দ্য ডেইলি স্টারে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ ফেসবুকে শেয়ার করলে প্রায় ৪ হাজার রিঅ্যাকশন, প্রায় ২০০ শেয়ার ও প্রায় ২০০ পাঠক মন্তব্য করেছেন।

পাঠকের মন্তব্যগুলো থেকে কয়েকটি তুলে ধরা হলো:

মো. আলআমিন লিখেছেন, 'ঢাকা হবে সিঙ্গাপুর, আর দেশের মানুষ পড়বে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকটে। যা শুরু হয়ে গেছে।'

ইসানুর রহমান ইলিয়াসের মন্তব্য, 'ঢাকা যেদিন সিঙ্গাপুর হবে, ওই দিন বাংলাদেশের একটি মানুষও জীবিত থাকবে না। পড়ে থাকবে খালি উন্নয়ন আর উহহহ,ননন,য়ন!'

বাবর আলীর ভাষ্য, 'ঢাকা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগাড়খানা।'

রাসেল ইসলামের মতে, 'আমাদের দেশে যারা মন্ত্রী-মিনিস্টার হন, তারা শুধু ক্ষমতা আর টাকাকে ভালোবাসেন। তারা দেশকেও ভালোবাসেন না, দেশের মানুষকেও ভালোবাসেন না। তারা যদি সত্যিকার অর্থে দেশকে এবং দেশের মানুষকে ভালবাসতেন, সত্যিই আজকে আমাদের দেশ সিঙ্গাপুর বলা যেত।'

মাহফুজুল হক রোজেলের মন্তব্য, 'ঢাকাকে সিঙ্গাপুর বানানো হবে বলা আমাদের মন্ত্রী বা মেয়রদের শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের ফিরিস্তিও পাশাপাশি তুলে ধরতেন।'

জাকিরুল ইসলামের মতে, 'সিঙ্গাপুর তো অনেক আগেই হয়ে গেছি। কাজে না মুখে।'

মোহাম্মদ আরিফ হোসেন চৌধুরীর মন্তব্য, 'বলেন কি, ঢাকা এখনো সিঙ্গাপুর হয়নি? আমি তো ভেবেছিলাম সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে! মন্ত্রী-এমপিদের বক্তব্য তাই ইঙ্গিত করে।'

মনিরুল ইসলাম লিখেছেন, 'আড়ালে নিজেদের চুরি-ডাকাতি-লুটতরাজ করতে জনগণকে ঘুম পাড়ানিয়া শ্লোগান…।'

হাবিবুল ইসলামের মতে, 'এই জন্যই বুঝি একটু বৃষ্টিতে জন্য তলিয়ে যায় পথঘাট, নৌকার পাল তোলা লাগে।'

আলমগীর হোসেন লিখেছেন, 'উদাহরণ দেওয়া আর উদাহরণ হওয়া দুটো এক নয়। এই পার্থক্যটুকু আমাদের কর্তা ব্যক্তিরা কতটুকু জানেন সেটাই বড় প্রশ্ন!'

আশরাফুল আলম লিখেছেন, 'আমাদের দেশের রাজনীতিবিদরা কম কিসে! সবারই বড় বড় ডিগ্রি আছে দুর্নীতি, তেলবাজি, চাপাবাজির মতো বিখ্যাত সব বিষয়ে।'

মাহমুদুল হাসানের মন্তব্য, 'ঢাকা হবে সিঙ্গাপুর— এই বলে বলে ক্ষমতাসীন দলের নেতারা ঢাকাকে সিঙ্গাপুর বানানোর টাকা আত্মসাৎ করে, সিঙ্গাপুর গিয়ে জুয়া খেলে দেশের হাজার হাজার কোটি টাকা রেখে আসে৷'

প্রমিজিং সোহেলের ভাষ্য, 'সরকারি দল চোর, বিরোধী দল চোর, সরকারি চাকরিজীবীরা চোর, এতো চোরের ভিড়ে এখনো যে বাংলাদেশ নামে একটা দেশ আছে এ জন্য শুকরিয়া আদায় করেন।'

মহসিন বিন ইসলামের মতে, 'তাদের জায়গায় বাংলাদেশি মন্ত্রী-মেয়রদের বসিয়ে দেন। খুব অল্প সময়ে তারা সিঙ্গাপুরকে শ্রীলঙ্কা বানিয়ে ছাড়বে।'

ফারজানা আফরোজ লিখেছেন, 'বাংলাদেশকে যারা সিঙ্গাপুর বানাতে চায়, তারা সিঙ্গাপুরের ব্যাংক একাউন্টে টাকা জমায়।'

এস আর সুমন লিখেছেন, 'চকচকে করার আগে এর নেপথ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন। যা আমাদের অনেক অভাব। আগে দুর্নীতি মুক্ত হতে হবে। বিভিন্ন জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। এইভাবে সিঙ্গাপুর হয় না।'

মোহাম্মদ তাসলিমের মন্তব্য, 'আপনাদের ধারনা ভুল। আমরা সিঙ্গাপুরের চাইতে আরও এগিয়ে।'

Comments