করতোয়ায় নৌকাডুবিতে আরও ১ মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৬৯
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ বুধবার বিকেলে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছেন ৩ জন।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হিমালয় চন্দ্র রায় (২৬)। পঞ্চগড়ের অতিরিক্ত জেলে প্রশাসক দীপঙ্কর রায় দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার দুপুর শতাধিক যাত্রী নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে আউলিয়া ঘাটে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় পড়া যাত্রীরা মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছিলেন, এ ঘটনায় অন্তত ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কার্যক্রম পরিচালনায় রাজশাহী ও রংপুর থেকে ২টি ডুবুরি দল ঘটনাস্থলে রয়েছে। তারা ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
Comments