পঞ্চগড়ে আহত নীলগাই উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলা থেকে একটি বিপন্ন-প্রায় নীলগাই উদ্ধার করেছেন বনবিভাগের কর্মকর্তারা।
স্থানীয়দের ধারণা, ভারত থেকে সীমান্ত পেরিয়ে প্রাণীটি এখানে এসেছে।
রোববার দুপুরের দিকে প্রাণীটিকে গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের একটি ভুট্টা খেতের কাছে প্রাণীটিকে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা ভুট্টা খেতসহ অন্যান্য ফসলের খেতে ছুটোছুটি করার পর গ্রামবাসীর হাতে ধরা পড়ে হরিণ-সদৃশ প্রাণীটি।
সীমান্তের ওপার থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে আসার সময় আঘাত পেয়ে প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে বলে স্থানীয় ও বন বিভাগের কর্মকর্তারা মত দিয়েছেন।
খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা প্রাণীটি উদ্ধার করে পঞ্চগড় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রে এনে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ ।
স্থানীয় বাসিন্দা শাকিল ইসলাম (৪১) জানান, দুপুরে গ্রামের একটি মরিচ খেতে মরিচ তুলছিলেন কয়েকজন নারী শ্রমিক। তারাই প্রথম নীলগাইটিকে চিহ্নিত করেন। পরবর্তীতে পুরুষ শ্রমিকরা ওই প্রাণীটিকে আটক করেন।
পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) রেজাউল করিম বলেন, 'খবর পেয়ে আমরা বনবিভাগ কার্যালয়ে এসে আহত নীলগাইটির প্রাথমিক চিকিৎসা দিয়েছি। স্ত্রী নীলগাইটির বয়স আনুমানিক দুই বছর হতে পারে।'
'নীলগাইটির পা সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। ক্ষতগুলো দেখে মনে হচ্ছে অন্তত ছয়-সাতদিন আগের। ভারত থেকে কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে এ ধরণের ক্ষত হয়েছে বলে ধারণা করা হচ্ছে', যোগ করেন তিনি।
বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয় উপজেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে এখানে প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অন্তত সাতটি নীলগাই দেখা গেছে।
তাদের মধ্যে পাঁচটি জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুইটি গ্রামবাসীদের ধাওয়া ও প্রহারে মারা যায়।
Comments