ট্রেনে তল্লাশি নিয়ে বেনাপোলে বিজিবি-রেল পুলিশ সংঘর্ষ, আহত ৩

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনে তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ রেল পুলিশ আহত হয়েছেন।

আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে এক রেল পুলিশের সঙ্গে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটির অভিযোগ ওঠে। এক পর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের ৩ সদস্য আহত হন।

আহতরা হলেন- মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক ও মো. মমিন। 

বেনাপোল রেল স্টেশনের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিজিবির ২০/২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো. মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে। এ সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে সেতাফুর রহমান ও ইনতাজুল হককে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত রেল পুলিশ মো. মমিন বিজিবি হেফাজতে ছিলেন। এ ঘটনায় দুই বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। বিয়য়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।    

Comments

The Daily Star  | English

'A brilliant lawyer, a defender of rights'

Chief adviser leads tribute to adviser AF Hassan Ariff who died at a Dhaka hospital today

5h ago