নারায়ণগঞ্জে ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বদ্ধ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বদ্ধ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আজ শনিবার সন্ধ্যায় ঘরের স্টিলের দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দু'টি দেখতে পাই।'

নিহতরা হলেন- রবিউল ইসলাম (৩০) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৪০)।

এই দম্পতি পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে ভাড়া থাকতেন বলে জানায় পুলিশ।

পুলিশ ও ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা জানান, দুপুর থেকে পঁচা দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। বিকেলে দুর্গন্ধ আরও তীব্র হলে বাড়িওয়ালা পুলিশে খবর দেন। পরে পুলিশ ভেতর থেকে বন্ধ থাকা ঘরের স্টিলের দরজা ভেঙে মেঝেতে এই দম্পতির মরদেহ দেখতে পান।

ভবনটির মালিক শাহাদাত হোসেন জানান, গত ১ আগস্ট তার বাড়ির পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নেন ওই দম্পতি। রবিউল রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর রবিউলকে হাতে ওষুধ নিয়ে বাসায় ঢুকতে দেখেন। এরপর রবিউল বা তার স্ত্রীকে আর ঘরের বাইরে দেখেননি।

খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, 'ঘরের মেঝেতে একটি তোশক বিছানো ছিল। নিহত নারীর মরদেহ তোশকের ওপরে এবং পুরুষের মরদেহ অর্ধেক তোষকে এবং অর্ধেক মেঝেতে পড়া ছিল। দু'জনেরই মরদেহ প্রায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তও দেখা গেছে। অন্তত তিন-চারদিন পূর্বে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।'

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, 'ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।'

প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও এই ঘটনার সাথে অন্য কোন ব্যাপার রয়েছে কিনা জানতে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান মশিউর রহমান।

Comments