জামালপুরে সারের দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ কৃষকদের

সার_কৃষক
সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। ছবি: সংগৃহীত

জামালপুরে সারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কৃষকরা। আজ সোমবার দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে কয়েকশ বিক্ষুব্ধ কৃষক বিক্ষোভ করেন।

এ সময় নান্দিনা বাজারস্থ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নান্দিনা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্সের মালিক হায়দার আলী সোমবার সকালে ইউরিয়া সার বিক্রির ঘোষণা দেন। এ খবরে পার্শ্ববর্তী কয়েক গ্রামের কৃষক সার নিতে আসেন। 

এদিকে কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার বিক্রি করা হবে না বললে কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকশ কৃষক জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে আধাঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

গতকাল রোববার দুপুরেও সদর উপজেলার শরিফপুর বাজারে ইউরিয়া সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ করেন। সে সময় শরিফপুর বাজারে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন কৃষকরা। 

পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারের কোনো ঘাটতি নেই। কিছু লোক উত্তেজিত হলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে নিজে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়।'

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

2h ago