আজ আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯)

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টায় এই অনুষ্ঠান শুরু হবে।

আবুল মনসুর আহমদ

অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন, সাংবাদিক নুরুল কবীর, সাংবাদিকতার শিক্ষক আর রাজী, গবেষক কাজল রশীদ শাহীন ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

এ বছর আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শত বছর পূর্ণ হলো। তিনি ১৯২৩ সালে কলকাতার সাপ্তাহিক 'ছোলতান'-এ যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে নবযুগ, কৃষক ও ইত্তেহাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

4h ago