প্রতিটি ৬ কোটি টাকায় ৬টি সাইট সিয়িং বাস কেনা হবে: পর্যটন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, দেশের পর্যটন এলাকাগুলোতে ট্যুর পরিচালনার জন্য ইউরোপের মতো ৬টি সাইট সিয়িং দোতলা বাস কেনা হবে। এ বাসগুলোর প্রতিটির মূল্য ৬ কোটি টাকা। এ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু এলসি খোলা বাকি।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহানগরে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী এ কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, 'বিশ্বে যত ইন্ডাস্ট্রি রয়েছে তার কোনোটি সাস্টেনেবল নয়। একমাত্র পর্যটন ইন্ডাস্ট্রিই সাস্টেনেবল। একটা দেশের চালিকাশক্তি হিসেবে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে ওই দেশের প্রকৃতি।'

'বিধাতা বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন। এ সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটন করপোরেশন তৈরি করেছেন। বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে এটাকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করা। সে লক্ষ্যে কাজও শুরু হয়েছিল। কিন্তু ১৫ আগস্ট পৈশাচিক হত্যাকান্ড তার সব ইচ্ছাকে নস্যাৎ করে দিয়েছে', যোগ করেন তিনি।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।  

পর্যটন প্রতিমন্ত্রী ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।

৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট  নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩ দশমিক ১২ একর জমিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

42m ago