তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৫৮৮ জন

নির্বাচন কমিশন

আগামী ৯ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ধাপে মোট ১১২টি উপজেলায় ভোট হবে। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারম্যান পদে মোট ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, পিরোজপুরের ভান্ডারিয়া ও যশোরের অভয়নগরে ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় এবং পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের চন্দনাইশ ও সুনামগঞ্জের ছাতকে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে নির্বাচন ছাড়াই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবে ইসি।

৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

20m ago