উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৫৮ শতাংশ ব্যবসায়ী: টিআইবি
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বেশিরভাগ ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করে আজ, তাতে দেখা গেছে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে ৫১ দশমিক ১৪ জন প্রার্থী ব্যবসায়ী ছিলেন। ২০২৪ সালে ব্যবসায়ী প্রার্থীর হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ১৪ শতাংশে যা ২০১৪ সালের তুলনায় ৭ শতাংশ বেশি।
টিআইবির প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষক এবং ১৩ দশমিক ৪০ শতাংশ প্রার্থী পেশায় কৃষক ছিলেন।
এবারের নির্বাচনে ৩ দশমিক ৯৫ শতাংশ প্রার্থী শিক্ষক এবং ১০ শতাংশ বলেছেন তারা কৃষি পেশায় আছেন।
তৃতীয় ধাপের ভোটে মোট ১৪১৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৬১ এবং মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৯ মে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Comments