হাটহাজারীতে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক ১

‘বিধি অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আটক ব্যক্তি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. রায়হান। তিনি ওই এলাকার বাসিন্দা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, আটক ব্যক্তি কেন্দ্রের কয়েকটি বুথে সকাল থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে একটি বুথে ঢুকে অন্যের ভোট দেওয়ার চেষ্টাকালে একজন পোলিং অফিসার তাকে জাল ভোটার হিসেবে শনাক্ত করে। এরপর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দ্রের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়েছে। বিধি অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Public Servants: Anti-graft laws, rules relaxed over the years

For over two decades, laws and regulations meant for curbing corruption by government employees have been relaxed, creating scope for officials to indulge in irregularities with relative impunity.

6h ago