‘অনেকেই অতিথি পাখির মতো আসে, এজেন্ট দেওয়ার সক্ষমতাও নেই’

তিনি বলেন, খুবই অবাধ, পরিচ্ছন্ন ও সুন্দর নির্বাচন হচ্ছে
তাহসীন বাহার। ছবি: স্টার

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহারের সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থী।

জবাবে তাহসীন বাহার বলেন, 'আমি তো দেখছি সবখানেই এজেন্ট আছে। স্ট্রং যে ক্যান্ডিডেট তাদের সবখানেই এজেন্ট আছে। অনেকেই অতিথি পাখির মতো আসে, নির্বাচনে প্রার্থী হয় তাদের হয়তো ৬০০ এজেন্ট দেওয়ার সক্ষমতাও নেই।'

নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাস মার্কার সমর্থকেরা মোড়ে জটলা বেঁধে আছে তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মোড়ে মোড়ে জটলা বেঁধে কেউ নেই। কারণ আমি নিজেই মুভ করেছি। কুমিল্লার মানুষের সাথে আমি ও আমার বাবা অনেক বেশি সম্পৃক্ত। আমরা যদি তাদের এরকম কিছু মেনে নিতাম তাহলে তারা আমার গাড়ির সাথেই থাকত।'

একটি নিয়ন্ত্রিত নির্বাচন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খুবই অবাধ, পরিচ্ছন্ন ও সুন্দর নির্বাচন হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে তারা যেন নিজেরা ভোট দেয়, অন্যদের ভোট দিতে উৎসাহিত করে।'

Comments