কুমিল্লা মেয়র নির্বাচন

তাহসীন বাহারের সমর্থকদের বিরুদ্ধে এজেন্ট বের দেওয়ার অভিযোগ ৩ প্রার্থীর

সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি মেয়র নির্বাচনের ভোট চলছে। ছবিটি ছোটরা মালেকা মমতাজ প্রাথমিক বিদ্যালয় নারী ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের প্রথম দুই ঘণ্টায় ভোটারদের কম উপস্থিতি দেখা গেছে। তাহসীন বাহার ছাড়া সব মেয়র প্রার্থীই মেয়র পদে উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।

তিন প্রার্থী তাহসীনের সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে তাদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার, নারী ভোটারদের প্রবেশে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ করেছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার 'বাস' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নবাব হক্কম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর মনিরুল হক সাক্কু বলেন, 'আমি খবর পেয়েছি যে ৫, ৬ নং ওয়ার্ডের অবস্থা নাজুক। আমার পোলিং এজেন্টরা দুই বার গেছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তারা ভয়ে সেখানে যেতে চায় না।'

তিনি বলেন, বাস প্রতীকের সমর্থকরা এজেন্টদের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের হারুন স্কুল ও আলিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না।

'এজেন্টদের মারধর করা হয়েছে, কুমিল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি', বলেন সাক্কু।

আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার, নারী ভোটারদের আসতে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।

কুমিল্লায ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানিম বলেন, 'বিভিন্ন জায়গায় আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু ভোটার ছিলেন। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।'

এসব অভিযোগ তিনি 'বাস' প্রতীকের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

কুমিল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, অশোকতলা লতিফা নিরোদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খালিয়াজুরী কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তানিম।

তানিম বলেন, 'এখন পর্যন্ত, বাস সমর্থকরা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। তারা ভোটারদের বাড়িতে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। তারা আমার সমর্থকসহ অন্য প্রার্থীদের সমর্থকদের ডেকেছে এবং সকালে কেন্দ্রে না আসার জন্য হুমকি দিয়েছে।'

ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, '৩, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে আমার ভোটার-এজেন্টদের বাস প্রতীকের সমর্থকরা বের করে দিয়েছে। তারা বাইরে থেকে লোক এনে ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে।'

আজ সকাল ১০টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে জানতে নির্বাচনের রিটার্নিং অফিসার ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'কিছু কিছু জায়গায় কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের কর্মকর্তারা যেসব কেন্দ্রে এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ আছে সেখানে যাচ্ছেন।'

Comments

The Daily Star  | English

GDP grew 4.22% in FY24, lowest in four years

The growth is 1.6 percentage points lower than the provisional estimate

29m ago