আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের আবেদনের সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল ইসি।
অতিরিক্ত সচিব অশোক কুমার জানান, অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার অনুরোধের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।
ইসি জানায়, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমও আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়।
আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক-গণমাধ্যম নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী ব্যক্তি হোক বা সংস্থা হোক, তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি বিনির্মাণ এবং মানবাধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্দেশিকাতে আরও বলা হয়েছে, পর্যবেক্ষক হিসেবে আবেদনকারী সংস্থাকে নিজ দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের প্রমাণ উপস্থাপন করতে হবে এবং বাংলাদেশের নির্বাচনী আইন মেনে চলতে হবে।
নির্বাচন বা অন্য কোনো জালিয়াতি-সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের কাছ থেকে পর্যবেক্ষকের আবেদন বিবেচনা করবে না ইসি।
Comments