নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে এখনো কোনো আবেদন আসেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষক সরকারের কাছে আবেদন করেনি।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এ কথা জানিয়েছেন।

এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং নির্বাচনের পরিবেশ, আইনি ব্যবস্থা ও লজিস্টিক সুবিধা মূল্যায়নের অংশ হিসেবে বিভিন্ন অংশীদারদের সঙ্গে বৈঠক করেছে। 

তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইইউ এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে পারে।

এছাড়া, নির্বাচনের পরিবেশ মূল্যায়নে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল অক্টোবরের শুরুতে বাংলাদেশ সফর করবে।

সেহেলী সাবরিন বলেন, 'বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশে সফরের সুবিধার্থে মন্ত্রণালয় একটি নির্বাচন পর্যবেক্ষক ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করেছে।'

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সম্প্রতি বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, 'আমরা মনে করি আমাদের আরও সক্রিয় হওয়া দরকার, কারণ নির্বাচনের আগে আরও অপপ্রচার চালানো হতে পারে।'

মুখপাত্র বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের অবস্থান সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে।'

এ বিষয়ে তথ্য, আইন ও পররাষ্ট্র-এই ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি।

গত সপ্তাহে এক আলোচনায় বিশেষজ্ঞরা বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং দেশের অর্জনকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা মোকাবেলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপের পরামর্শ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

7m ago