নির্বাচন পর্যবেক্ষণে দেশের ৮৪ সংস্থার ২০৭৭৩ জনকে অনুমতি

নির্বাচন পর্যবেক্ষণ
নির্বাচন কমিশনের লোগো | সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের ৮৪ সংস্থার ২০ হাজার ৭৭৩ জনকে পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮৪ সংস্থার ২০ হাজার ২৫৬ জনকে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। এই ৮৪ সংস্থার মধ্যে ৪০টি সংস্থার আরও ৫১৭ জন কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন চালু করা হয়।

আরপিওর ভিত্তিতে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে নীতিমালা তৈরি করেছে ইসি।

ইসির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমতি পাওয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করবে ইসি সচিবালয়। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেবে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।

 

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

38m ago