সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

আসন্ন দেশের ৫ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রা.)- এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আগামী ২১ জুন সিলেট ও রাজশাহীতে একযোগে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ মে গাজীপুরে এবং ১২ জুন খুলনা ও বরিশালে নির্বাচন হবে।

গত ৩ এপ্রিল দেশের ৫ সিটি করপোরেশনের ভোটের এই তারিখ জানায় নির্বাচন কমিশন। এসব নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং সিসি ক্যামেরাও থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এসব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

এই নির্বাচন নিয়ে আজ আইজিপি বলেন, 'এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছি না।'

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, 'নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দেবেন, বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।'

আগামীকাল শনিবার সকালে সিলেট জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা আছে আইজিপির।

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

18h ago