ইভিএম নয়, ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালটে: ইসি

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম | ছবি: মহিউদ্দিন আলমগীর/স্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, '৩০০ আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।'

এর কারণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, 'নির্বাচন কমিশন নির্বাচনী রোড ম্যাপে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছিল। এই লক্ষ্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। কিন্তু সরকার সেই প্রকল্পটি অনুমোদন করেনি। অন্য দিকে বিদ্যমান ইভিএম সংস্কারে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা দিতেও অর্থ মন্ত্রণালয় অপারগতা প্রকাশ করেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে ঐক্যমতের অভাব ছিল। এই সব বিষয় বিবেচনায় নিয়ে কমিশন হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে।'

Comments

The Daily Star  | English

Babar acquitted in 10-truck arms haul case

HC today acquitted Lutfozzaman Babar and five others, who were sentenced to death, in the 10-truck arms haul case in Chattogram

8m ago