চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচনে আ. লীগের ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের উপনির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচনে আ. লীগের ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: স্টার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শহীদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার সময় আমি ভেতরে ছিলাম। বাইরের এসে দেখি ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।'

তিনি আরও বলেন, 'এতে কেউ হতাহত হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।'
 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

3h ago