শপথ নিলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা

শপথ নিলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

আজ বুধবার সকাল ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বতন্ত্র এমপিদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

এর আগে সকাল ১০টায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

আজ দুপুর ১২ শপথ নেবেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে।

Comments

The Daily Star  | English

Dengue death toll crosses 500-mark

7 die, 629 hospitalised till this morning

1h ago