৯১টি কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ আ. লীগ সংসদ সদস্য মনোয়ারের
গাইবান্ধা-৪ আসনে ৯১টি কেন্দ্র দখল করে 'ভোট কাটা'র অভিযোগ তুলেছেন আসনটির বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী।
আজ রোববার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে দাবি করেন, আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ৯১টি কেন্দ্র দখল করে নিয়ে জাল ভোট দেওয়াচ্ছেন।
তিনি দাবি করেন, ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ভোট বাতিল করতে হবে এবং পুনরায় ভোটগ্রহণ করতে হবে।
মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'সরকার চাচ্ছে নির্বাচন সুষ্ঠু হোক। ৩০০ আসনের মধ্যে একটি আসনের প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত হয়েছে। বাকি ২৯৯ আসনের মধ্যে এরকম ভোট আমি মনে করি আর কোথাও হচ্ছে না। আগামীকাল পত্রিকায়ও সেটা দেখতে পাবো।'
সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন চৌধুরীর নির্বাচন সমন্বয়ক বলেন, 'সকাল ৮টা থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে প্রায় ৪০টা কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানাই। তিনি বিষয়টি দেখার বিষয়ে আশ্বস্ত করেন। কিন্তু কিছুই করেননি।'
তিনি দাবি করেন, 'সন্ত্রাসীরা যখন ভোটকেন্দ্রে আসছে, তখন তাদের হাতে ব্যালটগুলো তুলে দিচ্ছে। ১২টা থেকে ২টার মধ্যে অধিকাংশ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা সব জায়গায় জাল ভোট দেওয়া শুরু করেছে।'
'২০১৪ সালের নির্বাচনে আবুল কালাম আজাদ একইভাবে ভোট ডাকাতি করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন,' যোগ করেন তিনি।
এ অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছেন মনোয়ার হোসেন চৌধুরী।
Comments