লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ যুবক আটক
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
এ আসনের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ভোটকেন্দ্র পরিদর্শনকানে ওই দুইজনকে আটকের নির্দেশ দেন।
আটক দুজন হলেন মো. বাবলা ও হারুনুর রশিদ। বাবলা কেরোয়া গ্রাম ও হারুন ছবিলপুর গ্রামের বাসিন্দা। বাবলা নৌকার কর্মী বলে জানা গেছে। তবে দুজনের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফারহানা ভূঁইয়া বলেন, 'অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাবলা ভোট দেন। তিনি নৌকার কর্মী বলে জানা গেছে। অন্য কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অপরাধে হারুনুর রশিদকে আটক করা হয়। তাদেরকে রায়পুর থানা হেফাজতে পাঠানো হয়েছে।'
রায়পুর থানার ওস ইয়াসিন ফারুক বলেন, 'তারা আমাদের হেফাজতে আছেন। যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।'
Comments